হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় ২৫ স্থায়ী পোস্টার বোর্ড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করা হয়েছে। এর মধ্যে নতুন বোর্ড ১০টি ও সংস্কার করা বোর্ড ১৫টি। আজ রোববার রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, নতুন স্থাপন করা বোর্ডগুলোর আয়তন ৫ ফুট বাই ৮ ফুট। আর সংস্কারকৃত বোর্ডগুলোর আয়তন ১৬ থেকে ২৫ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া। প্রাথমিকভাবে শহরের বিভিন্ন এলাকায় ২৫টি বোর্ড চালু করা হলেও ধাপে ধাপে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে বোর্ড বসানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘শহরের সৌন্দর্য রক্ষা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার কথা বিবেচনা করে পোস্টার লাগানোর নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক ও বাণিজ্যিক যেকোনো পোস্টার এসব বোর্ডে বিনা মূল্যে লাগানো যাবে।’ তিনি আরও বলেন, ‘যারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পোস্টার লাগাবেন, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’