হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীজুড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আ.লীগ-যুবলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা) ধানমন্ডি, আসাদগেট, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ী, শনির আখড়া ও কাজলা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। 

সরেজমিন দেখা গেছে, মানিকনগর, কমলাপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান প্রতিটি গলিতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের বের হতে দিচ্ছেন না। মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত এলাকায় পুলিশের টহল রয়েছে। এসব এলাকায় দুই বা ততোধিক লোক দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে। 

রাজধানীর আসাদগেট এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ নেতা-কর্মী ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রাজধানীর মেরুল বাড্ডায় সকাল থেকে রাস্তায় অবস্থান নেন ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টা নাগাদ আন্দোলনকারীরা রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের ভবনে আগুন দেন। এর পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এতে আন্দোলনকারীরা পিছু হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। 

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে’ এই কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শাটডাউনের প্রভাবে কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। সড়কে যানবাহন চলছে কম।

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন