ঢামেক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশ থেকে একদিন বয়সী এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ বলেন, ভোরে খবর পাই, হাসপাতালের জরুরি বিভাগের পাশে আরএস হোটেল ও ডিএস ফার্মেসির মাঝামাঝি স্থানে একটি কুকুর মুখে করে নবজাতকের মৃতদেহ নিয়ে এসেছে। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। নবজাতকটি মেয়ে। একদিন বয়সী বলেই ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, সেখানে থাকা কয়েক জনের কাছ থেকে জানতে পারি, একটি কুকুর মুখে করে নবজাতকের মৃতদেহ নিয়ে এসে সেখানে ফেলেছে। তবে নবজাতকের শরীরে কোনো ক্ষত ছিল না।
ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে নবজাতকের মৃত্যু হয়েছে। আর কুকুরটি কোথা থেকে মৃতদেহটি নিয়ে এসেছে সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি মামুন অর রশীদ।