হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারধরে কৃষক নিহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের মারধরে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় নেওয়া হয়েছে। এদিন বিকেল ৫টার দিকে ঘিওর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত স্বপনের মা হাজেরা বেগম।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ওই এলাকার মৃত গাজী মিয়ার ছেলে।

আসামিরা হলেন, উপজেলার গোলাপনগর গ্রামের রুপচান মিয়ার ছেলে বিল্লাল মোল্লা, রফিক মোল্লা এবং বিল্লাল মোল্লার স্ত্রী জাহানারা ও রফিক মিয়ার স্ত্রী মনিকা বেগম।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী বিল্লাল মোল্লা গংদের মারধরে গুরুতর আহত হন স্বপন। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মো. সুজন মিয়া বলেন, ‘জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী বিল্লাল মোল্লা ও তার ভাই রফিক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বসে সেই বিরোধের সমাধানও হয়। মঙ্গলবার স্বপনের জমি ভরাট করে দেওয়ার কথা বিল্লাল ও রফিক মোল্লার। তারা ওই জমি ভরাটের সময় মাটির পরিবর্তে ময়লা-আবর্জনা ব্যবহার করতে শুরু করেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে স্বপনের ওপর হামলা করে বিল্লাল ও রফিক। এ সময় কোদাল দিয়ে স্বপনের মাথায় আঘাত করলে গুরুতরভাবে আহত হয় স্বপন।’

নিহতের ছোট ভাই ইমরান মিয়া বলেন, ‘বিল্লাল ও রফিক আমার ভাইকে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভাই হত্যার বিচার দাবি জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে স্বপনের। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় স্বপন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর তারা পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’