হোম > সারা দেশ > ঢাকা

মাসিক নিয়ে কুসংস্কারের কারণে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে: সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি। কিন্তু এখনো এটি নিষিদ্ধ বিষয় (ট্যাবু) এবং শুধুমাত্র মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মাসিক নিয়ে সমাজে অনেক ধরনের বিধি-নিষেধের কারণে দৈনন্দিন কাজে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না। পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনাও দেওয়া হয় না। মাসিক নিয়ে কুসংস্কারের কারণে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। 

আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর একটি হোটেলে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি (এমএইচএম) প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

মাসিকের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও নীরবতা ভাঙতে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আসুন, সবাই মিলে গড়ি, মাসিক-বান্ধব পৃথিবী’। 

অনুষ্ঠানে প্ল্যাটফর্মের চেয়ারপারসন হাসিন জাহান উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শেখ দাউদ আদনান বলেন, ‘মাসিককে ঘিরে কুসংস্কারের কারণে নারীরা অস্বাস্থ্যকরভাবে তাদের মাসিক ব্যবস্থাপনা করেন। যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক এ কিউ এম শফিউল আজম বলেন, ‘প্রাথমিকভাবে এক হাজার স্কুলে শুরু হওয়া ‘জেনারেশন ব্রেকথ্রু’ প্রোগ্রামটি ২০২২ সালে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে, যা আমাদের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের কথা বলে। পরবর্তী প্রজন্মকে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখন এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি সারা বাংলাদেশের সমস্ত স্কুলে সম্প্রসারণে কাজ করছে।’ 

অনুষ্ঠানে এমএইচএম প্ল্যাটফর্মের চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আলোচকেরা নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা সহজ করতে সুলভ ও সাশ্রয়ী মূল্যে মেনস্ট্রুয়াল পণ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ