হোম > সারা দেশ > ঢাকা

‎বংশালে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ‎৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর বংশাল থানার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ মে) ভোরে ঢাকার দক্ষিণ মান্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) ও মো. আকাশ রহমান তানভীর (২২)।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বংশাল থানার বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুলবাড়িয়া বাস টার্মিনালে পৌঁছায়। পরে সেটি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে পার্ক করা হয়।

বাসের হেলপার খাইরুল ইসলাম ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে আরেক হেলপার কাকন ও তাঁর মামাতো ভাই আরব আলীও বাসে এসে ঘুমান। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ অনুভব হলে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বাসের ড্রাইভিং সিটের পেছনে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে বের হন তিনি।

পরে কাকন বাস থেকে নামলেও আরব আলী বাসের ভেতরে আটকা পড়েন। পাশে থাকা ফায়ার সার্ভিসের টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ আরব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। সে মামলায় রোববার ভোরে দক্ষিণ মান্ডা এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

‎মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

‎গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা