হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় সাকিব (৫) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। গতকাল রোববার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছিল সে। এরপর আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, গতকাল বিকেলে সবুজবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। এরপর আজ সকালে ওই শিশু মারা যায়। 

সাকিবের মামাতো ভাই মো. হিমেল জানান, সাকিবদের বাসা সবুজবাগের বাইকদিয়া এলাকায়। সাকিবের বাবার নাম হারেজ মিয়া। সাকিব স্থানীয় একটি স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছিল। দুই ভাই, এক বোনের মধ্যে সাকিব ছিল ছোট। 

হিমেল আরও জানান, সাকিবের নানার বাড়ি সবুজবাগের মানিকদিয়া এলাকায়। গতকাল বিকেলে তার মা শিউলি বেগমের সঙ্গে মানিকদিয়ায় নানার বাসায় বেড়াতে যায় সে। ওই সময় মানিকদিয়া নাহার মেমোরিয়াল স্কুলের পাশে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাকিব। এরপর সেখান থেকে তাকে দ্রুত মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি