হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় সাকিব (৫) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। গতকাল রোববার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছিল সে। এরপর আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, গতকাল বিকেলে সবুজবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। এরপর আজ সকালে ওই শিশু মারা যায়। 

সাকিবের মামাতো ভাই মো. হিমেল জানান, সাকিবদের বাসা সবুজবাগের বাইকদিয়া এলাকায়। সাকিবের বাবার নাম হারেজ মিয়া। সাকিব স্থানীয় একটি স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছিল। দুই ভাই, এক বোনের মধ্যে সাকিব ছিল ছোট। 

হিমেল আরও জানান, সাকিবের নানার বাড়ি সবুজবাগের মানিকদিয়া এলাকায়। গতকাল বিকেলে তার মা শিউলি বেগমের সঙ্গে মানিকদিয়ায় নানার বাসায় বেড়াতে যায় সে। ওই সময় মানিকদিয়া নাহার মেমোরিয়াল স্কুলের পাশে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাকিব। এরপর সেখান থেকে তাকে দ্রুত মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু