হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় সাকিব (৫) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। গতকাল রোববার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছিল সে। এরপর আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, গতকাল বিকেলে সবুজবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। এরপর আজ সকালে ওই শিশু মারা যায়। 

সাকিবের মামাতো ভাই মো. হিমেল জানান, সাকিবদের বাসা সবুজবাগের বাইকদিয়া এলাকায়। সাকিবের বাবার নাম হারেজ মিয়া। সাকিব স্থানীয় একটি স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছিল। দুই ভাই, এক বোনের মধ্যে সাকিব ছিল ছোট। 

হিমেল আরও জানান, সাকিবের নানার বাড়ি সবুজবাগের মানিকদিয়া এলাকায়। গতকাল বিকেলে তার মা শিউলি বেগমের সঙ্গে মানিকদিয়ায় নানার বাসায় বেড়াতে যায় সে। ওই সময় মানিকদিয়া নাহার মেমোরিয়াল স্কুলের পাশে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাকিব। এরপর সেখান থেকে তাকে দ্রুত মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট