হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় সাকিব (৫) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। গতকাল রোববার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছিল সে। এরপর আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, গতকাল বিকেলে সবুজবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। এরপর আজ সকালে ওই শিশু মারা যায়। 

সাকিবের মামাতো ভাই মো. হিমেল জানান, সাকিবদের বাসা সবুজবাগের বাইকদিয়া এলাকায়। সাকিবের বাবার নাম হারেজ মিয়া। সাকিব স্থানীয় একটি স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছিল। দুই ভাই, এক বোনের মধ্যে সাকিব ছিল ছোট। 

হিমেল আরও জানান, সাকিবের নানার বাড়ি সবুজবাগের মানিকদিয়া এলাকায়। গতকাল বিকেলে তার মা শিউলি বেগমের সঙ্গে মানিকদিয়ায় নানার বাসায় বেড়াতে যায় সে। ওই সময় মানিকদিয়া নাহার মেমোরিয়াল স্কুলের পাশে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাকিব। এরপর সেখান থেকে তাকে দ্রুত মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল