হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার আবেদন দেখে মতামত দেবেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার পরিবার সরকারের কাছে যে আবেদন করেছে সেটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আইনমন্ত্রী আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, আবেদনটি বুধবার রাত ১১টায় আমার মন্ত্রণালয়ের সচিবের কাছে এসেছে, আমি এখনও সেটি পাইনি।কিছু প্রক্রিয়া অনুসরণ করে আবেদনটি আমার কাছে আসবে। সেটি হাতে পেলে পর্যালোচনা করে এ বিষয়ে মতামত দেব।

আজকের মধ্যেই এ বিষয়ে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে কিনা তা নিশ্চিত করেননি আইনমন্ত্রী।

অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে আবেদন দেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনকে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।

আবেদনটির বিষয়ে মতামত নিতে বুধবার রাতেই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে দুই দফায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়ার আগেও একই প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে জেলে ছিলেন খালেদা জিয়া। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে খালেদার পরিবারের আবেদনের ভিত্তিতে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়। পরে একইভাবে আরও ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। দেশে চিকিৎসা নেওয়ার শর্তে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছিল।

জেল থেকে মুক্তি পেয়ে গত বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাসায় ছিলেন খালেদা। সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত হন তিনি। গত ১১ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লেও তার লক্ষণ-উপসর্গ ছিল না বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এরপর ২৭ এপ্রিল রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার