হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় জিয়া (৪৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পরপরেই স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে ট্রাক ও চালককে। আজ মঙ্গলবার বিকেলে ফতুল্লার ফাজিলপুর এলাকায় বনানী হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়া মুন্সিগঞ্জ জেলার সদর থানার সর্দার কান্দি গ্রামের হবি মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে ফতুল্লার রুপসী হাউজিংয়ে বসবাস করতেন।

অন্যদিকে আটক ট্রাক চালক আলী হোসেন (৩৪) ফতুল্লা রেলস্টেশন এলাকার সোবাহান মোল্লার ছেলে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে বনানী সিনেমা হলের সামনে রাস্তা পার হচ্ছিলেন জিয়া। এ সময় পঞ্চবটি থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তা ট্রাক ও চালককে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ