ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বন্ধ আছে মেট্রোরেল চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজ সোমবার মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঢোকার গেট বন্ধ রাখা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি-৬এর উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঝড়ের কারণে পাওয়ার সংযোগ না থাকায় চলাচল বন্ধ ছিল। এখনো যদি চালু না হয়, তাহলে এটাই কারণ। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত ঠিক করে চলাচলের উপযোগী করা।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। বৈদ্যুতিক সংযোগ, সিগন্যালিংসহ নানা সমস্যা হতে পারে৷ যদিও আজকে বন্ধের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।
বন্ধ থাকার বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য জানা যায়নি।