হোম > সারা দেশ > ঢাকা

খারাপ আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বন্ধ আছে মেট্রোরেল চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজ সোমবার মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঢোকার গেট বন্ধ রাখা হয়। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি-৬এর উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঝড়ের কারণে পাওয়ার সংযোগ না থাকায় চলাচল বন্ধ ছিল। এখনো যদি চালু না হয়, তাহলে এটাই কারণ। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত ঠিক করে চলাচলের উপযোগী করা।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে অনেকেই যাতায়াতের জন্য এসে বন্ধ গেট দেখে ফিরে গেছেন। অফিসগামী যাত্রীরা পড়েছেন মহাভোগান্তিতে। 

গতকাল সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমাল খুলনা-বরিশাল বিভাগের উপকূলে সর্বোচ্চ ১০২ কিলোমিটার গতি নিয়ে আঘাত হানে। সারা রাত ঝড়ের তাণ্ডব চলেছে৷ এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ ভোর থেকেই ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়।

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। বৈদ্যুতিক সংযোগ, সিগন্যালিংসহ নানা সমস্যা হতে পারে৷ যদিও আজকে বন্ধের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।

বন্ধ থাকার বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য জানা যায়নি।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে