হোম > সারা দেশ > ঢাকা

পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী নাসির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে অস্ত্রধারী নাসিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৩ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট পাবনা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সাঈদ চেয়ারম্যানের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। ওই হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী মাহাবুব হাসান নিলয় (১৪) এবং ছাত্র জাহিদুল ইসলাম (১৯) নিহত হন। হামলা ও গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি র‍্যাবের নজরে আসে।

পরে ওই হামলা ও গুলিবর্ষনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ওই ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী আসামি মো. নাসিরকে (৪৫) র‍্যাব-৩ আজ বেলা সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির হামলা ও গুলিবর্ষনের ঘটনায় অস্ত্র হাতে তার উপস্থিতির বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন