হোম > সারা দেশ > ঢাকা

চার ব্যবসায়ী নিখোঁজের দাবি স্বজনদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে বলে নিখোঁজদের স্বজনেরা দাবি করেছেন। তাঁরা হলেন আনিক এজেন্সির মালিক মোমিন উদ্দীন সুমন, ব্যবসায়ী ইমতিয়াজ ভূঁইয়া, মেহেদি হাসান স্বপন ও রবিন হোসেন শান্ত।

মোমিন উদ্দিন সুমনের এক আত্মীয় ব্যবসায়ী আসফাক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট বোনের স্বামীর বড় ভাই আনিক এজেন্সির মালিক মোমিন উদ্দীন সুমনকে পাচ্ছি না। ঘটনার পর থেকে তাঁর ফোন বন্ধ। ধসে পড়া ভবনটির বেসমেন্টের নিচে হয়তো চাপা পড়েছেন তিনি।’ 

সুমন ছাড়াও ওপরে এ ঘটনায় আরও তিন ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। স্বজনেরা তাঁদের ঘটনাস্থলে ও ঢাকা মেডিকেলে খুঁজে পাননি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা উদ্ধারকাজ অব্যাহত রেখেছি। বর্তমানে বেসমেন্ট থেকে পানি সরানো হচ্ছে। এরপর ধ্বংসস্তূপ সরানো হবে।  ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা আছে কি না, তা সরানোর পর জানা যাবে।’

নিখোঁজ স্বপনের খালাতো ভাই আনোয়ার হোসন বলেন, ধসে পড়া ভবনের বেসমেন্টে বাংলাদেশ স্যানেটারি দোকানের ম্যানেজার স্বপন, বাড়ি নোয়াখালী, ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ।

দোকানটিতে ম্যানেজার স্বপনসহ তিনজন কর্মচারী। দুজনকে গুরুতর আহত অবস্থায় গতকাল রাতে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন ইয়াসিন আসিক ও মির্জা। ইয়াসিন আসিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। মির্জাও একই হাসপাতালে ভর্তি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ