হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ সদস্যের। নিহত সদস্যের নাম কনস্টেবল মো. মমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার পুলিশ লাইনস থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ থেকে এ দৃশ্য দেখা যায়।

গতকাল বুধবার বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মমিনুল ইসলাম গোসলের উদ্দেশ্যে ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় কথা বলতে বলতে ঘাটের কাছে দুজনকে আসতে দেখা যায়। তখন তারা মমিনুলের সঙ্গেও কথা বলেন। এরপর মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাঁতার কাটতে দেখা গেলেও একটু পরই পানিতে তলিয়ে যান মমিনুল।

এ সময় সেখানে আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর অন্য একজন পুকুরে গোসল করতে নামেন। তিনি সাঁতরে কিছু দূর গেলে মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সেখানে অনেকে জড়ো হন।

জানা গেছে, মমিনুল ইসলামের বাড়ি নওগাঁয়। ২০১৫ সালের ১২ নভেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট