হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রোমান রানা (৩৬), মহসিন (২০), বাবু (২০), মিরাজুল ইসলাম (১৯), সাজিদ (১৯)। তাঁরা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

গতকাল সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ বলছে ওই মিছিল দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। এরপরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যান।

মিছিলের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের একটি দল মিছিলে অংশ নেয়। সবার মুখে মাস্ক পরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের ছবি। ব্যানারে লেখা বিক্ষোভ মিছিল। আশুলিয়া থানা যুবলীগ মিছিলের আয়োজন করে। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দেওয়া হচ্ছিল।

ঘটনার পর ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা-পুলিশ। পরে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন একটি ঝটিকা মিছিল বের করে। মূলত তাঁরা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পাঁয়তারা করছিল। তখন আমরা তাৎক্ষণিক সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাঁদের শনাক্ত করে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লোক। তাঁরা অন্য দলের ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিল। বাকিদের দ্রুত গ্রেপ্তার করব।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন