হোম > সারা দেশ > ঢাকা

ফেনীতে শতাধিক ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে ছাত্রলীগের দুই নেতাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড়ের পেট্রলপাম্পের পাশ থেকে তাঁদের আটক করে পুলিশ।

আটক যুবকেরা হলেন ওসমান গনি লিটন (২৪), ছাফওয়ান বিন এনায়েত রাফি (২১) ও কাজী মোবাশ্বির নুর অর্ণব (২২)। এঁর মধ্যে ওসমান গনি লিটন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাফওয়ান বিন এনায়েত রাফি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড়ের পেট্রলপাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন যুবকের কাছ থেকে শতাধিক ইয়াবা উদ্ধার করে পুলিশ। তা ছাড়া জব্দ করা হয় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ইয়াবাসহ আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান