হোম > সারা দেশ > ঢাকা

বুদ্ধিজীবী কবরস্থান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। আজ বুধবার বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘কবরস্থানের কর্মীদের দেওয়া খবরে রায়েরবাজার কবরস্থানের এক নম্বর গেটের ভেতরে অর্ধগলিত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তাঁর ডান হাত নেই, শরীরে পচন ধরেছে। আমরা এখনো তাঁর পরিচয় শনাক্ত করতে পারিনি। পিবিআই ও সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আবুল কালাম আজাদ আরও বলেন, ‘ধারণা করছি চার থেকে পাঁচ দিন আগে এই নারীকে হত্যা করা হয়েছে। তবে বাইরে থেকে কেউ মরদেহ এখানে এনে ফেলার সুযোগ নেই। কারণ, গেট ছাড়া কবরস্থানের ভেতরে প্রবেশের পথ নেই। তাই ধারণা করছি, কবরস্থানের ভেতরেই এই নারীকে হত্যা করা হয়েছে। আমরা এই নারীর পেশা ও পরিচয় নিশ্চিতে কাজ করছি। এটা পেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।’

উদ্ধার হওয়া নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য আগারগাঁও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী