আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া। ঢাকা বিভাগীয় কার্যালয়ে ১৮৬টি ও অনলাইনে ২টি মিলিয়ে মোট ১৮৮ মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে ৬৪টি মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।
আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সাবিরুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে সর্বমোট মনোনয়ন গৃহীত হয়েছিল ১৮৬টি এবং অনলাইনে গৃহীত হয়েছিল ২ টি। সব মিলিয়ে ১৮৮ টি। এর মধ্যে থেকে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হয়েছে ৬৪ টি। এ ছাড়া ১২৪টি মনোনয়নপত্র আমরা বৈধ হিসেবে ঘোষণা করেছি।’
৬৪টি মনোনয়নপত্রের ভেতরে ঋণ খেলাপির জন্য ১৫টি বাতিল হয়েছে। মোট বাতিলের মধ্যে ২৯ জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।