রাজধানীর ডেমরায় বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা-পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডেমরা থানাধীন বিভিন্ন এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডেমরা থানায় দায়ের করা গত ৫ ও ২২ মে’র পৃথক দু’টি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নুর হোসেন জনি (৫২), কবির হোসেন খাঁন (৫৭), আতাউর রহমান খাঁন রোমান (৪৬), মো. হোসেন আলী (২৩), মো. শহিদুল্লাহ (৬৫), রফিক আহম্মেদ (৪৭), সাব্বির আহম্মেদ সুমন (৩৪), শহিদুল ইসলাম বাবু (২৯), হাজী হজরত আলী (৬৪), মো. শফিক (২৩), মো. আসিফ (২৩), নাইম ইসলাম ওরফে আকরাম (২২) ও মো. হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।