হোম > সারা দেশ > ঢাকা

চাকরির খোঁজে বের হয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসান এর ছেলে। 

নিহতের পরিবার জানায়, গতকাল রোববার সন্ধ্যায় চাকরির খোঁজে বাসা থেকে বের হয় মাহতাব। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিল সে। তাঁর বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিল। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্ত ছিল মাহতাব। চাকরি না পেয়ে হয়তো মৃত্যুর পথ বেছে নিয়েছে সে। 

এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপপরিদর্শক নুরুল ইসলাম জানান,  ৯৯৯ এ কল পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে ছেলেটি বেকার থাকায় হতাশাগ্রস্ত ছিল বলে পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তবে যেহেতু বিষয়টি সন্দেহজনক তাই তদন্ত করে দেখা হবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন