হোম > সারা দেশ > ঢাকা

চাকরির খোঁজে বের হয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসান এর ছেলে। 

নিহতের পরিবার জানায়, গতকাল রোববার সন্ধ্যায় চাকরির খোঁজে বাসা থেকে বের হয় মাহতাব। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিল সে। তাঁর বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিল। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্ত ছিল মাহতাব। চাকরি না পেয়ে হয়তো মৃত্যুর পথ বেছে নিয়েছে সে। 

এ বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপপরিদর্শক নুরুল ইসলাম জানান,  ৯৯৯ এ কল পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে ছেলেটি বেকার থাকায় হতাশাগ্রস্ত ছিল বলে পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তবে যেহেতু বিষয়টি সন্দেহজনক তাই তদন্ত করে দেখা হবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু