হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা হাইস্কুলের সেই গোশতের দোকান সিলগালা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গোশতের দোকান সিলগালা করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই গোশতের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়নের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ও ডিএনসিসির অন্য কর্মকর্তারা সহযোগিতা করেন। 

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অবৈধ গোশতের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা চলছে, তাই ভেঙে দেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা শেষে গোশতের দোকানটি ভেঙে দেওয়া হবে। এ ছাড়া উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে।’ 

নোটিশের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ‘কীভাবে অবৈধ গোশতের দোকান বসানো হয়েছে, সে বিষয়ে জানতে নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া হোল্ডিং ট্যাক্স দিতে বলা হয়েছে।’ 

এর আগে দৈনিক আজকের পত্রিকায় ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের কসাইখানা’ শিরোনামে গতকাল শনিবার সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গোশতের দোকান বন্ধের নির্দেশের কথা জানান। অন্যথায় গোশতের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন