হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা হাইস্কুলের সেই গোশতের দোকান সিলগালা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গোশতের দোকান সিলগালা করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই গোশতের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়নের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ও ডিএনসিসির অন্য কর্মকর্তারা সহযোগিতা করেন। 

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অবৈধ গোশতের দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা চলছে, তাই ভেঙে দেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা শেষে গোশতের দোকানটি ভেঙে দেওয়া হবে। এ ছাড়া উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে।’ 

নোটিশের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ‘কীভাবে অবৈধ গোশতের দোকান বসানো হয়েছে, সে বিষয়ে জানতে নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া হোল্ডিং ট্যাক্স দিতে বলা হয়েছে।’ 

এর আগে দৈনিক আজকের পত্রিকায় ‘উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের কসাইখানা’ শিরোনামে গতকাল শনিবার সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের গোশতের দোকান বন্ধের নির্দেশের কথা জানান। অন্যথায় গোশতের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট