হোম > সারা দেশ > ঢাকা

অগ্নিকাণ্ডের পর দায় চাপানোর জন্য ছুতো খোঁজে কর্তৃপক্ষ: এমএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ এ পর্যন্ত ৪৬ জনের নিহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী সংস্থা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। 

আজ শুক্রবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএসএফ মনে করে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নিকাণ্ড মানুষের মনে শোক ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। কোনো ভবন বা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। ঘটনা ঘটে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় অন্যের ওপর চাপানোর লক্ষ্যে নানা অজুহাত ও দোষত্রুটি খোঁজার চেষ্টা চালায়। 

এমএসএফ মনে করে, প্রকৃত অর্থে কর্তৃপক্ষের নজরদারি ও যথাযথ পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। 

অপর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে মালিকেরা আইনি নির্দেশনা না মেনে দোকান ও কারখানা পরিচালনা করছেন উল্লেখ করে এমএসএফ জানিয়েছে, এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস কর্তৃক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনে সাধুবাদ জানানোর পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হচ্ছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য এমএসএফ দাবি জানাচ্ছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু