হোম > সারা দেশ > ঢাকা

অগ্নিকাণ্ডের পর দায় চাপানোর জন্য ছুতো খোঁজে কর্তৃপক্ষ: এমএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ এ পর্যন্ত ৪৬ জনের নিহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী সংস্থা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। 

আজ শুক্রবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএসএফ মনে করে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নিকাণ্ড মানুষের মনে শোক ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। কোনো ভবন বা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। ঘটনা ঘটে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় অন্যের ওপর চাপানোর লক্ষ্যে নানা অজুহাত ও দোষত্রুটি খোঁজার চেষ্টা চালায়। 

এমএসএফ মনে করে, প্রকৃত অর্থে কর্তৃপক্ষের নজরদারি ও যথাযথ পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। 

অপর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে মালিকেরা আইনি নির্দেশনা না মেনে দোকান ও কারখানা পরিচালনা করছেন উল্লেখ করে এমএসএফ জানিয়েছে, এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস কর্তৃক পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনে সাধুবাদ জানানোর পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হচ্ছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য এমএসএফ দাবি জানাচ্ছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার