হোম > সারা দেশ > নরসিংদী

মারা গেছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক (৭০) মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুস ছাদেক। তিন-চার মাস আগে বেশি অসুস্থ হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ বেলা ১১টার দিকে মারা যান।

আগামীকাল বুধবার আবদুস ছাদেকের প্রথম জানাজা উপজেলা পরিষদ মাঠে এবং দ্বিতীয় জানাজা নিজ বাড়ির পাশে আবেদা ফজলু মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক। আগামীকাল তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক ২০১৯ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে রায়পুরা উপজেলা পরিষদের (বর্তমান) চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। আবদুস ছাদেকের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ