হোম > সারা দেশ > ঢাকা

আরও এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার আরও এক মামলায় জামিন পেয়েছেন কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাকে জামিন দেন।

চার মামলার মধ্যে এই নিয়ে তিনটিতে জামিন পেলেন আলতাফ চৌধুরী। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তিনি এখনো জামিন পাননি। এছাড়া একটি মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। ওই মামলায় ও তিনি জামিন পাননি।

আলতাফ চৌধুরীর আইনজীবী আনিসুর রহমান এক মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিচারপতিদের বাসভবন জাজেস কমপ্লেক্সে হামলার মামলায় আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

এ মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিএনপি নেতা-কর্মীদের। সংঘর্ষের একপর্যায়ে রমনায় অবস্থিত বিচারপতিদের বাসভবন জাজেস কমপ্লেক্সে ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। এ সময় তারা ইটপাটকেল, লাঠিসোঁটা, রড ইত্যাদি নিয়ে জাজেস কমপ্লেক্সে প্রবেশ করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন রমনা থানার এসআই মো. শহিদুল ওসমান মাসুম। 
এর আগে ১১ ফেব্রুয়ারি আদালত রমনা থানার নাশকতার দুই মামলায় আলতাফ হোসেনের জামিন মঞ্জুর করেন। 

গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়। ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়। 

এদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিমানবাহিনীর সাবেক এ প্রধানের ২১ মাসের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার একটি আদালত আদালত গত বছরের ২৮ ডিসেম্বর।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে