হোম > সারা দেশ > নরসিংদী

নিত্যপণ্যের দাম কমানোসহ সংঘাতপূর্ণ রাজনীতির জনদুর্ভোগ বন্ধের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ সংঘাতপূর্ণ রাজনীতির জনদুর্ভোগ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আজ সোমবার সকালে নরসিংদী শহরের কোর্ট রোডের সদর উপজেলা মোড়ে এই মানববন্ধন করে সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সিন্ডিকেট ভাঙতে হবে।

এ সময় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিসহ অর্থ পাচারকারী, ঋণখেলাপি, লুটেরাদের মনোনয়ন না দেওয়া, রাজনীতি ও নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধ করা, নির্বাচনোত্তর সহিংসতা প্রতিরোধে যূথবদ্ধ হওয়া, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, সংখ্যালঘু ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি বাবু নিবারণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ খন্দকার, সম্মিলিত সামাজিক আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি সুপদ সাহা, জেলা বাসদের আহ্বায়ক, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা আইনজীবী মোবারক হোসেন প্রমুখ।

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত