রাজধানীতে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত ও অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ রোববার রাজধানীর সায়েন্স ল্যাব (আড়ংয়ের গলি) এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা থেকে অভিযান শুরুর পর রাস্তায় আসা রিকশাগুলোর লাইসেনন্স তল্লাশি করছেন টিমের সদস্যরা। কোনো রিকশার কাগজপত্র না থাকলেই সেই রিকশা জব্দ করে ডাম্পিংয়ে দেওয়া হয়।
ঘণ্টাব্যাপী চলা এই অভিযান প্রসঙ্গে আবদুস সামাদ শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘লাইসেন্স না থাকায় আমরা ১৪টি রিকশা জব্দ করেছি।’’