হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতা গাজী সারোয়ারের জমি-বাড়ি ও ১৬ দোকান ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা বাড়ি, জমি ও দোকানঘর ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী সারোয়ার হোসেন বাবুর নামে যাত্রাবাড়ীতে থাকা একটি ছয়তলা ভবন (জমিসহ), সাত শতাংশ জমি ও সদরঘাটের গ্রেটওয়াল শপিং মলে থাকা ১৬টি দোকানঘর ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

এসব সম্পদ জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত। তাঁর আবেদনে উল্লেখ করা হয়, গাজী সারোয়ার তাঁর সম্পদ বিবরণীতে ২৫ লাখ ৫২ হাজার ৫২৪ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯৮ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ করছেন।

তদন্তে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গ্রেটওয়াল ফাউন্ডেশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে গাজী সারোয়ার হোসেন বাবু গ্রেটওয়াল শপিং সেন্টারের চতুর্থ তলার ১৬টি দোকান ৫০ লাখ টাকায় নেন। তবে ওই টাকার বৈধ উৎস সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি তাঁর দখলে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ ক্রোকের রাখা জরুরি বিবেচনায় আদালত এই আদেশ দেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল