হোম > সারা দেশ > ঢাকা

নবজাতক হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুনায়েদ (১৫ দিন) নামে এক নবজাতককে নদীতে ফেলে হত্যা করার দায়ে শিশুটির মা জুলি আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জুলি আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বারুয়াখালী ইউনিয়নের পাশে ইছামতি নদীর রতনপুর এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জুলি তাঁর সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি সাংবাদিকদের জানান। 

প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, বুধবার বেলা ৩টার দিকে উপজেলার রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে নবজাতক জুনায়েদকে ঘরের বিছানায় রেখে মা জুলি আক্তার টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। খোঁজাখুঁজি করে না পেয়ে জুনায়েদের বাবা জুবায়ের হোসেন রনিকে সন্তান নিখোঁজের খবর দেন স্ত্রী জুলি আক্তার। বাবা জুবায়ের ঢাকা থেকে এসে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ শিশুটির মা জুলিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক কলহের জেরে জুনায়েদকে নদীতে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি জুলি আক্তারকে হত্যা মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ