হোম > সারা দেশ > ঢাকা

নবজাতক হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুনায়েদ (১৫ দিন) নামে এক নবজাতককে নদীতে ফেলে হত্যা করার দায়ে শিশুটির মা জুলি আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জুলি আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বারুয়াখালী ইউনিয়নের পাশে ইছামতি নদীর রতনপুর এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জুলি তাঁর সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি সাংবাদিকদের জানান। 

প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, বুধবার বেলা ৩টার দিকে উপজেলার রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে নবজাতক জুনায়েদকে ঘরের বিছানায় রেখে মা জুলি আক্তার টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। খোঁজাখুঁজি করে না পেয়ে জুনায়েদের বাবা জুবায়ের হোসেন রনিকে সন্তান নিখোঁজের খবর দেন স্ত্রী জুলি আক্তার। বাবা জুবায়ের ঢাকা থেকে এসে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ শিশুটির মা জুলিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক কলহের জেরে জুনায়েদকে নদীতে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি জুলি আক্তারকে হত্যা মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু