হোম > সারা দেশ > ঢাকা

‘বিড়াল তাড়াতে গিয়ে’ সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরার সানারপাড়ে আহত গৃহবধূ সোনিয়া আক্তারের (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। বিড়াল তাড়াতে গিয়ে বাসার সিঁড়ি থেকে পড়ে গৃহবধূ মৃত্যু হয়েছে বলে জানান তাঁর স্বামী।

আজ বৃহস্পতিবার মুমূর্ষু অবস্থায় গৃহবধূর স্বজনেরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এদিন সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা স্বামী বশির মিয়া জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামে কালিপুর গ্রামে। বর্তমানে ডেমরা পশ্চিম সানারপাড়ে ভাড়া বাসায় থাকেন। তাদের ঘরে বুশরা নামে এক সন্তান রয়েছে। তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের অফিস সহকারী। তার স্ত্রী সোনিয়া আক্তার গৃহবধূ ছিল।

বশির মিয়া জানান, সকালে একটি বিড়াল চার তলার তাদের বাসায় ঢুকে পড়ে। তখন সেই বিড়াল তাড়িয়ে দেওয়ার সময় চার তলার সিঁড়ি থেকে তিন তলার সিঁড়িতে পড়ে যান সোনিয়া। এতে মাথাসহ শরীরে গুরুতর জখম হয় তাঁর। তাৎক্ষণিক তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ডেমরা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান সিঁড়ি থেকে পরে গিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ