হোম > সারা দেশ > ঢাকা

হাসিনার বিচারের দাবিতে বৈষম্যবিরোধীদের নারী সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক­

শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ শুরু হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সমাবেশে শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের নারী নেতাসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন।

সমাবেশে আয়োজকেরা জানান, জুলাইয়ের আন্দোলনে নারীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে রাজপথে নেমেছে। আমাদের ভাইদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে। এই আন্দোলনসহ অতীতের সব আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারপরও নারীরা অবহেলার শিকার, লাঞ্ছনার শিকার। মনে রাখতে হবে এসব নারীর মধ্যে থেকে রাজনীতিতে আসবে, দেশের ইতিহাস গড়বে। তাই যেকোনো আন্দোলনে নারীদের এগিয়ে আসতে হবে।

শাহবাগে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এতে সঞ্চালনা করেন। নারী সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহান আয়েশা প্রমুখ। এ ছাড়া সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট