হোম > সারা দেশ > ঢাকা

হাসিনার বিচারের দাবিতে বৈষম্যবিরোধীদের নারী সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক­

শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ শুরু হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সমাবেশে শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের নারী নেতাসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন।

সমাবেশে আয়োজকেরা জানান, জুলাইয়ের আন্দোলনে নারীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে রাজপথে নেমেছে। আমাদের ভাইদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে। এই আন্দোলনসহ অতীতের সব আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারপরও নারীরা অবহেলার শিকার, লাঞ্ছনার শিকার। মনে রাখতে হবে এসব নারীর মধ্যে থেকে রাজনীতিতে আসবে, দেশের ইতিহাস গড়বে। তাই যেকোনো আন্দোলনে নারীদের এগিয়ে আসতে হবে।

শাহবাগে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এতে সঞ্চালনা করেন। নারী সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহান আয়েশা প্রমুখ। এ ছাড়া সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন