হোম > সারা দেশ > ঢাকা

হাসিনার বিচারের দাবিতে বৈষম্যবিরোধীদের নারী সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক­

শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারীদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে নারী সমাবেশ শুরু হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সমাবেশে শুরু হয়। এর আগে বেলা ৩টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যায়ের নারী নেতাসহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে উপস্থিত হন।

সমাবেশে আয়োজকেরা জানান, জুলাইয়ের আন্দোলনে নারীরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে রাজপথে নেমেছে। আমাদের ভাইদের যখন ধরে নিয়ে যাচ্ছিল, নারীরাই প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে। এই আন্দোলনসহ অতীতের সব আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারপরও নারীরা অবহেলার শিকার, লাঞ্ছনার শিকার। মনে রাখতে হবে এসব নারীর মধ্যে থেকে রাজনীতিতে আসবে, দেশের ইতিহাস গড়বে। তাই যেকোনো আন্দোলনে নারীদের এগিয়ে আসতে হবে।

শাহবাগে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এতে সঞ্চালনা করেন। নারী সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহান আয়েশা প্রমুখ। এ ছাড়া সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন