হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে প্রাইভেট পড়ানোর সময় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। 

অভিযুক্ত শিক্ষকের নাম সুমন শিকদার। তিনি উপজেলার বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষক তার বিদ্যালয়র নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত শিক্ষক সুমন শিকদার বাজিতপুর গ্রামের সূর্য শিকদারের ছেলে। 

শিবচর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের পাশে ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন শিকদার নিজ বাড়িতে ‘মেধা বিকাশ কোচিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান খুলে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। 

গত ২২ নভেম্বর বিকেলে মেয়েটিকে মোবাইলে ফোন দিয়ে প্রাইভেট পড়তে আসতে বলেন শিক্ষক সুমন শিকদার। এবং মেয়েটিকে বলেন, ‘বিকেলে আরও ৩-৪ জন পড়তে আসবে। বিকেলে মেয়েটি পড়তে এসে দেখে কেউ আসেনি; তখন বাড়ি চলে যেতে চাইলে শিক্ষক সুমন মেয়েটিকে বাধা দেয়। এক পর্যায়ে ঝাপটে ধরে। এ সময় মেয়েটি চিৎকার দিলে আশেপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এলে শিক্ষক সুমন শিকদার কৌশলে পালিয়ে যায়।’ 

পরের দিন মেয়েটির বাবা এবং ভুক্তভোগী মেয়েটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার মুন্সীর কাছে লিখিত অভিযোগ করেন। এরপর গত ২৮ নভেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করেন। 

মেয়েটির বাবা জানান, অল্পের জন্য তাঁর মেয়ে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে মানসম্মান নষ্ট হয়েছে। মেয়েটি স্কুলে আসতে ভয় পাচ্ছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 

বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার মিয়া বলেন, ‘অভিযুক্ত শিক্ষক সুমন শিকদার এর আগেও আরেক বার এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল। তখনো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিষয়টি জানতে অভিযুক্ত শিক্ষক সুমন শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, ‘বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সুমন শিকদারকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন