হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবার বাড়ি থেকে ইরা আক্তার(২৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ সিংগারডাক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইরার স্বামী মো. হোসেন একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে সে শিল্প পুলিশে আশুলিয়া থানা এলাকায় কর্মরত আছেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে সিংগারডাক এলাকার বাসিন্দা ইরা আক্তারের সঙ্গে একই উপজেলার চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মো. হোসেনের বিয়ে হয়। অভাবের তাড়ানায় ইরা আক্তার এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাবার বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। 

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাছির উদ্দিন শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি এবং যতটুকু জানতে পেরেছি ইরা আক্তার অনেক টাকা ঋণ গ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন