হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবার বাড়ি থেকে ইরা আক্তার(২৪) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ সিংগারডাক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইরার স্বামী মো. হোসেন একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে সে শিল্প পুলিশে আশুলিয়া থানা এলাকায় কর্মরত আছেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে সিংগারডাক এলাকার বাসিন্দা ইরা আক্তারের সঙ্গে একই উপজেলার চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা মো. হোসেনের বিয়ে হয়। অভাবের তাড়ানায় ইরা আক্তার এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাবার বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। 

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাছির উদ্দিন শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি এবং যতটুকু জানতে পেরেছি ইরা আক্তার অনেক টাকা ঋণ গ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু