হোম > সারা দেশ > ঢাকা

দেশে নতুন জঙ্গি সংগঠনের উত্থান: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে দেশে নতুন একটি জঙ্গি ও উগ্রবাদী সংগঠনের উত্থান হয়েছে ৷ দীর্ঘদিন ধরে এই সংগঠন গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে এলেও ২০১৯ সালে এই নাম ধারণ করে সংগঠনটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। দেশের নানা প্রান্ত থেকে কর্মী সংগ্রহ করে তাদের কয়েক ধাপে প্রশিক্ষণ দিয়ে সশস্ত্র হামলার জন্য প্রস্তুত করছিল নতুন সংগঠনটি।

জানা যায়, মূলত তাত্ত্বিক আলোচনা, কোনো ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবিধানের বিরুদ্ধে কর্মীদের ক্ষেপিয়ে তুলে ইসলামের সেবা করার কথা বলে কর্মী আকৃষ্ট করেন এই উগ্রবাদী সংগঠনের আঞ্চলিক নেতারা। সম্প্রতি হিজরতের কথা বলে ঘরছাড়া তরুণদের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব জানতে পেরেছে র‍্যাব। 

হিজরত করতে বেরিয়ে গ্রেপ্তার হওয়া চার তরুণ ও তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে র‍্যাব ৷ সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘এই সংগঠন কাট আউট পদ্ধতিতে নিজেদের কার্যক্রম পরিচালনা করায় গ্রেপ্তার হওয়া আঞ্চলিক কমান্ডারদের কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। আমরা যাদের গ্রেপ্তার করেছি, তাদের সবাই একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানে। তাই ঊর্ধ্বতন নেতাদের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। দুজন বড় নেতার সম্পর্কে আমরা খোঁজ পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এখনই সেসব বলা যাচ্ছে না।’

জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজন তরুণসহ সাতজনকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর হোসাইন আহম্মদ (৩৩), মো. নেছার উদ্দিন ওরফে উমায়ের (৩৪) ও বণি আমিন (২৭)। কুমিল্লা থেকে নিরুদ্দেশ হওয়া চার তরুণ হলেন ইমতিয়াজ আহমেদ রিফাত (১৯), মো. হাসিবুল ইসলাম (২০), রোমান শিকদার (২৪) ও মো. সাবিত (১৯)। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হোসাইন আহম্মদ পটুয়াখালীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাঁর ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে কতিপয় সদস্যকে এক করে ২০১৭ সালে এই নব্য জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু হয়। পরে ২০১৯ সালে সংগঠনটি ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) হিসেবে নামকরণ করা হয়। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, বিশেষত জেএমবি, আনসার আল ইসলাম এবং হুজি এর বিভিন্ন পর্যায়ের কতিপয় নেতা ও কর্মী একত্রিত হয়ে এই উগ্রবাদী জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু করে। গ্রেপ্তারকৃত হোসাইন সংগঠনের জন্য সদস্য সংগ্রহ ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি সদস্যদের বিভিন্ন তাত্ত্বিক জ্ঞান ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সদস্যদের সশস্ত্র হামলার বিষয়ে প্রস্তুত করে তুলতেন। তিনি ২০১৪-১৫ সালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অধ্যয়নকালে সিরাজ নামক এক ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হন। এখন পর্যন্ত ১৫-২০ জন সদস্য সংগ্রহ ও তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন।

র‍্যাব জানায়, দেশের সংবিধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্রোধ ও ক্ষোভ জাগিয়ে তুলে সমাজ থেকে বাইরে নিয়ে এসে তাদের সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে আগ্রহী করে তোলেন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতরা। 

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে নব্য জঙ্গি সংগঠনের তিন ধরনের প্রচারপত্র, বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংবলিত পুস্তিকা, নব্য জঙ্গি সংগঠনের কর্মপদ্ধতি (খসড়া মানহায), উগ্রবাদী বই ‘নেদায়ে তাওহীদ’-এর চারটি কপি ও জিহাদি উগ্রবাদ ভিডিও সংবলিত একটি ট্যাব জব্দ করা হয়। 

খন্দকার মঈন বলেন, গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেমে আট তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ সংক্রান্তে গত ২৫ আগস্ট কুমিল্লার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি হয়। ঘটনাটি গণমাধ্যমগুলোতে বহুলভাবে আলোচিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের তৈরি হয়। 

ফলে র‍্যাব নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীদের উদ্ধারে ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকালে প্রাথমিকভাবে জানা যায়, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তাঁরা বাড়ি ত্যাগ করেছেন। ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর বাড়ি ছাড়ার প্রস্তুতিকালে ৪ জন তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র‍্যাব। 

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১১-এর অভিযানে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কুমিল্লা থেকে নিখোঁজ আট তরুণের মধ্যে শারতাজ ইসলাম নিলয় (২২) গত ১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুরের নিজ বাড়িতে ফিরে আসেন। র‍্যাব ফিরে আসা নিলয়কে তার পরিবারের হেফাজতে রেখে বাকি নিখোঁজ ৭ সদস্য ও জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। 

হিজরতে গিয়ে ফিরে আসা রাজধানীর কলাবাগানের নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনের পরে নিলয়কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মিডিয়া সেন্টারে নিলয়ের সঙ্গে সাংবাদিকদের কথা হয়। নিলয় জানান, করোনার অবসর সময়ে তার খালাতো ভাই তালহার মাধ্যমে সে এই সংগঠনের যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়। তারপর নানাভাবে তাকে কাউন্সিলিং করে হিজরত বা ঘর ছাড়ার জন্য বাধ্য করা হয় সংগঠনের পক্ষ থেকে। একপর্যায়ে ইচ্ছের বিরুদ্ধে ঘর ছাড়ায় সে মানসিকভাবে টিকতে পারেনি তাই বাড়ি ফিরে আসে ৷ যত দিন হিজরতে ছিল তত দিন তাকে বিভিন্ন তাত্ত্বিক প্রশিক্ষণ, কারিগরি ও শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়। এসব শেষ করে তাকে সশস্ত্র প্রশিক্ষণের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। হিজরতের আগে নিলয়ের জন্য ছদ্ম নাম ঠিক করা হয়েছিল নাজমুল। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব