হোম > সারা দেশ > ঢাকা

বাংলাকে জাতিসংঘের ভাষা করতে বছরে দরকার ৮০০ কোটি টাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে চাইলে প্রতি বছর ৮০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

 জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে ‘আর্থিক সংশ্লেষ’ আছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত হবে কি না। এই মূহুর্তে এমন খরচের পক্ষে বেশি মত আসবে না। তবে এই সক্ষমতা একদিন বাংলাদেশের তৈরি হবে। 

ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শক্তি যুগিয়েছে এবং স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন–এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, এখন বিশ্ব বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 

সর্বস্তরে বাংলা ভাষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল। ক্ষুদ্র জাতিসত্তার ভাষার প্রতিও সরকার সমানভাবে শ্রদ্ধাশীল। 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইসহ অন্যরা এ আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, কেনিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ ও রাশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। 

 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন