হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে নদীতে গোসলে নেমে খালা-ভাগনির মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় আফরিন আক্তার মৌ (১৪) ও সূচনা আক্তার (১৩) নামের দুই কিশোরী নদীতে গোসলে নেমে মারা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরীরা সম্পর্কে খালা-ভাগনি।

আফরিন ও সূচনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল গিয়েছিল। তাদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের লাশ দাফনের জন্য থানায় আবেদন করা হয়। এতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

আফরিন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজীকান্দি গ্রামের কামরুজ্জামান কাজীর মেয়ে। সূচনা আক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবরকান্দী গ্রামের শওকত খানের মেয়ে।

জানা গেছে, আফরিনের বাবা গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সূচনার বাবার একই জেলায় ফার্মেসির দোকান ছিল। দুজনের পরিবার একই এলাকায় ভাড়া বাসায় বসবাস করত এবং তারা ওখানেই পড়াশোনা করত।

সূচনার মামা ও আফরিনের ফুপাতো ভাই মো. আল আমিন দেওয়ান জানান, সূচনা এক মাস আগে গাজীপুর থেকে তার মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি আসে। তারা গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণের কারণে ২০-২৫ দিন ধরে শাওড়া গ্রামে নানা নূর মোহাম্মদ দেওয়ানের বাড়িতে ছিলেন। আফরিনের পরিবার ঈদের দুই দিন আগে গ্রামের বাড়ি আসে। ঈদের এক দিন পর আফরিন তার ফুপার বাড়ি শাওড়া গ্রামে বেড়াতে যায়।

সূচনা ও আফরিন কয়েকজন সমবয়সীর সঙ্গে আজ দুপুরে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়েছিল। তারা সাঁতার জানত না। এ সময় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন সূচনা ও আফরিনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আজ সন্ধ্যার পরে নিজদের বাড়িতে তাদের দাফন করা হয় বলে আল আমিন দেওয়ান জানান।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’