হোম > সারা দেশ > ঢাকা

স্বাধীনতার প্রথম প্রহরে রাজারবাগে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্‌যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’  

প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’ 

আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’   

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু