হোম > সারা দেশ > ঢাকা

স্বাধীনতার প্রথম প্রহরে রাজারবাগে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্‌যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’  

প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’ 

আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’   

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন