হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির বিজয় একাত্তর হলে পচা খাবার বিতরণ, প্রাধ্যক্ষের দুঃখ প্রকাশ 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল ও প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেওয়া খাবার পচা বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পচা খাবারের অভিযোগে দুঃখ প্রকাশ করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির। 

গতকাল সোমবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে এ খাবার বিতরণ করা হয়। হল থেকে বাটিতে করে দেওয়া খাবার খেতে না পেরে রাস্তায় ফেলে দেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে জানতে হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তাঁরা জানান, প্রোগ্রাম শেষে প্লাস্টিকের বাটিতে করে খাবার দেওয়া হয়। সেখানে ছিল পোলাও, রোস্ট ও ডিম। বাটি খোলার পর দুর্গন্ধ বের হলে শিক্ষার্থীরা তখন ভুয়া, ভুয়া বলে চিৎকার করেন। 

মেহেদী হাসান নামের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, হলের দেওয়া খাবারের দুর্গন্ধ অনেক বেশি, মনে হয় অনেক আগে থেকে তৈরি করা। খাবার খেতে না পেরে শিক্ষার্থীরা আবাসিক শিক্ষকদের বাসায় যাওয়ার রাস্তায় তা ফেলে প্রতিবাদ করেন৷ 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, খাবারের দায়িত্বে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এক সপ্তাহের মধ্যে হলের শিক্ষার্থীদের জন্য আবার খাবারের আয়োজন করব।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট