হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির বিজয় একাত্তর হলে পচা খাবার বিতরণ, প্রাধ্যক্ষের দুঃখ প্রকাশ 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল ও প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেওয়া খাবার পচা বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পচা খাবারের অভিযোগে দুঃখ প্রকাশ করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির। 

গতকাল সোমবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে এ খাবার বিতরণ করা হয়। হল থেকে বাটিতে করে দেওয়া খাবার খেতে না পেরে রাস্তায় ফেলে দেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে জানতে হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তাঁরা জানান, প্রোগ্রাম শেষে প্লাস্টিকের বাটিতে করে খাবার দেওয়া হয়। সেখানে ছিল পোলাও, রোস্ট ও ডিম। বাটি খোলার পর দুর্গন্ধ বের হলে শিক্ষার্থীরা তখন ভুয়া, ভুয়া বলে চিৎকার করেন। 

মেহেদী হাসান নামের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, হলের দেওয়া খাবারের দুর্গন্ধ অনেক বেশি, মনে হয় অনেক আগে থেকে তৈরি করা। খাবার খেতে না পেরে শিক্ষার্থীরা আবাসিক শিক্ষকদের বাসায় যাওয়ার রাস্তায় তা ফেলে প্রতিবাদ করেন৷ 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, খাবারের দায়িত্বে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এক সপ্তাহের মধ্যে হলের শিক্ষার্থীদের জন্য আবার খাবারের আয়োজন করব।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন