হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভেঙে পড়ল বৈরান নদীর সেতু, ২০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন 

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল) 

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলের ধনবাড়ীর ভাতকুড়া ও দরিচন্দ্রবাড়ী দক্ষিণপাড়ার বৈরান নদীর ওপর নির্মিত হয় একটি সেতু। এলজিইডি ২০১৮ সালে এডিবির অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু আজ শুক্রবার ১০টার দিকে সেতুটি ভেঙে যায়। এতে ওই ইউনিয়নের ২০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। 

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, নানা অনিয়মের মধ্য দিয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল। স্থানীয় প্রভাবশালীরা সেতুটি নির্মাণ করায় অনিয়মের কথা সাহস করে কেউ বলতে পারেনি। এ ছাড়া সেতুটির নির্মাণের পরপরই সেতুর কাছ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন শুরু হয়। যার কারণে গত সোমবার সেতুটি মাঝখানে দেবে যায়। একই সাথে সেতুটির নিচের গার্ডার ও পাটাতনে ফাটল ধরে। এর আগে নির্মাণের কিছুদিন পরই রেলিং ভাঙতে শুরু করে। ভেঙে পড়া সেতুটি দেখতে কয়েক গ্রামের মানুষজন ভিড় করছেন। 

স্থানীয় বাসিন্দারা বলেন, আজ সকালে সেতু ভেঙে যাওয়ার সময় মনে হল এটি যেন বাতাসেই ভেঙে পড়েছে। এতে ২০ গ্রামের মানুষজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমাদের ভোগান্তির সীমা থাকবে না। যারা সেতুটি নির্মাণের সময় দুর্নীতি করছেন তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন বলেন, সেতুর কাছ থেকে বালু উত্তোলন করায় তা ভেঙে পড়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক বলেন, প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, 'দেবে গেছে সেতু, সঙ্গে ফাটল' শিরোনামে আজকের পত্রিকায় টাঙ্গাইলের ৭ নম্বর পাতায় গতকাল বৃহস্পতিবার নিউজটি প্রকাশ হয়। নিউজটি প্রকাশের সঙ্গে সঙ্গে উপজেলার আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।    

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন