হোম > সারা দেশ > ঢাকা

সংঘর্ষে দিনে ক্ষতি শত কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে সেখানকার অন্তত ২০টি মার্কেটের বেচাকেনা। এর ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। 

নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় প্রায় ১০ হাজার দোকান আছে। ঈদের আগের এই সময়টাতে প্রতি দিন দোকানগুলোতে গড়ে কম বেশি ১ লাখ টাকার পণ্য বিক্রি হয়। সে হিসেবে ক্ষতির পরিমাণ দিনে শত কোটি টাকা। আর ফুটপাতের দোকানগুলোকেই হিসাব করলে ক্ষতিটা আরও বেশি।’ 

এই ব্যবসায়ী নেতা জানান, ফুটপাতে প্রায় তিন চার হাজার দোকান রয়েছে। এগুলোতে দিনে বিক্রির পরিমাণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি ৷ তবে তাঁর ধারণা ফুটপাতের একেকটি দোকানে দিনে অন্তত ৪০-৫০ হাজার টাকার পণ্য ব্যবসা হয়।  

আমিনুল ইসলাম দাবি করেন, সোমবার রাতে ফুটপাতের অনেক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে ফুটপাতের ব্যবসায়ীদের অনেকেই তাদের সর্বস্ব হারিয়েছেন।

নিউমার্কেট এলাকার একাধিক হকার একই দাবি করেছেন। তাদের দাবি, ফুটপাতে আগুন লাগিয়ে দেওয়ায় ঈদের আগে পুঁজি খাঁটিয়ে কেনা সবকিছুই হারিয়েছেন তারা। 

নিউমার্কেট এলাকার ফুটপাতের স্কার্ফ বিক্রেতা নাইমুল হাসান বলেন, ‘আমার সবকিছু শেষ ৷ ঈদের জইন্য যা আনছিলাম কিচ্ছু নাই আর।’ 
 
ব্যবসায়ীদের দাবি, সোমবার রাতে নিউমার্কেটের একাধিক দোকানে লুটপাট হয়েছে। চন্দ্রিমায় কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা হয় বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। 

আমিনুল ইসলাম বলেন, ‘কয়েকবার চন্দ্রিমায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ ফুটপাতের দোকানে আগুন দেওয়া হয়েছে। প্রশাসন এগিয়ে এসেছিল বলে রক্ষা। না হলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত।’  

এবারের ঈদে ব্যবসা করে গত দুবছরের করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছিলেন ব্যবসায়ীরা। এ জন্য বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের সঞ্চয়সহ ধারদেনা করেও পুঁজি খাঁটিয়ে নতুন পণ্য দোকানে তুলেছেন। সোমবার রাতে শুরু হওয়া সংঘর্ষের ফলে এই এলাকার ঈদের বেচাকেনার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। সংঘর্ষ থেমে যাওয়ার পরেও ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে ওই এলাকায় আসবেন না বলে আশঙ্কা তাদের।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু