হোম > সারা দেশ > ঢাকা

বিভিন্ন হাসপাতালে আট দিনে ২৩০ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগী। আট দিনে ২৩০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর বেশির ভাগই রাজধানী ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের সবগুলোই রাজধানী ঢাকায়। গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী ভর্তি হন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন সর্বমোট ১৫১ জন। আর রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ১৪৯ জন এবং অন্যান্য বিভাগে দুজন।

চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে গতকাল ৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৬০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪৫০ জন। মশক নিধন এবং এডিস মশার জন্ম কমাতে ঢাকার দুই ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয় থেকেও কঠোর হুঁশিয়ারি করা হয়েছে। রাজধানীতে এডিস বিরোধী অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে সিটি করপোরেশন। অফিস, বাসাবাড়ি, কিংবা খোলা মাঠে যাতে স্বচ্ছ পানি জমে না থাকে সেদিকে নাগরিকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩