হোম > সারা দেশ > ঢাকা

বিভিন্ন হাসপাতালে আট দিনে ২৩০ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগী। আট দিনে ২৩০ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর বেশির ভাগই রাজধানী ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের সবগুলোই রাজধানী ঢাকায়। গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রোগী ভর্তি হন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন সর্বমোট ১৫১ জন। আর রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ১৪৯ জন এবং অন্যান্য বিভাগে দুজন।

চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে গতকাল ৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৬০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪৫০ জন। মশক নিধন এবং এডিস মশার জন্ম কমাতে ঢাকার দুই ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয় থেকেও কঠোর হুঁশিয়ারি করা হয়েছে। রাজধানীতে এডিস বিরোধী অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে সিটি করপোরেশন। অফিস, বাসাবাড়ি, কিংবা খোলা মাঠে যাতে স্বচ্ছ পানি জমে না থাকে সেদিকে নাগরিকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট