হোম > সারা দেশ > ঢাকা

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইভ্যালির রাসেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণা ও অর্থ আত্মসাতের এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই দিনের মাথায় আজ বুধবার সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

বাদীর সঙ্গে আপসের শর্তে আদালত তাঁকে জামিন দেন বলে বাদীর আইনজীবী সাদেকুর রহমান তমাল জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাদীর পাওনা টাকা রাসেল পরিশোধ করবেন—মর্মে আদালত জামিন দিয়েছেন। বাদীও আদালতে উপস্থিত ছিলেন।’

তানভীর হোসেন নামে এক ব্যক্তির করা মামলায় এর আগে সমন পেয়েও আদালতে হাজির হননি ইভ্যালির এমডি রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিন।

কিন্তু সমন পেয়েও তাঁরা আদালতে হাজির না হওয়ায় গত সোমবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ রাসেল আদালতে হাজির হলেও তাঁর স্ত্রী ছিলেন না।

মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ১৩ মার্চ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইভ্যালিকে ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন মামলার বাদী তানভীর হোসেন। নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ কর‍তে ব্যর্থ হন। 

এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।

গত বছরের ২২ অক্টোবর টাকা চেয়ে ইভ্যালিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তী সময় কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি