হোম > সারা দেশ > ঢাকা

সাততলায় লিফটের দরজা খুলে পা বাড়াতেই একেবারে নিচে, প্রাণ গেল ঢাবি কর্মকর্তার

ঢামেক প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের লিফট থেকে পড়ে কর্মকর্তা মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মোকারম ভবনের লিফট থেকে নিচে পড়ে আব্দুল্লাহ সাগর (৫৫) নামের সিনিয়র সহকারী হিসাব পরিচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাবির মোকারম ভবনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আব্দুল্লাহ সাগরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ৩০ মিনিটের দিকে মারা যায়।

মৃত আব্দুল্লাহ সাগরের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কলেমশ্বর গ্রামে। বাবার নাম মৃত এসএম কাউসার উদ্দিন। স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরেই থাকতেন তিনি। সেখান থেকে ঢাবিতে আসা যাওয়া করতেন।

চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ সাগর ঢাবি ডিন অফিস চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক ছিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সেখানে কাজে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ওই ভবনের লিফট ছিল অনেক পুরাতন, যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। তিনি সাততলায় লিফটের দরজা হাত দিয়ে টেনে খুলে ভেতরে ঢুকেন, কিন্তু সে সময় লিফটের ফ্লোর না আসায় তিনি নিচে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে অন্য স্টাফরা তাকে দ্রুত ঢামেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত আব্দুল্লাহর ভাই মো. ওবায়দুল্লাহ বলেন, ‘সকালে সংবাদ পাই লিফট থেকে পড়ে গিয়েছিলেন তিনি। পরে ঢাকা মেডিকেলে এসে আহত অবস্থায় পাই। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আব্দুল্লাহ সাততলায় ছিল, লিফট কল করে নিচে নামার জন্য। কিন্তু ওগুলো পুরাতন লিফট, বাসার দরজার মতো, হাত দিয়ে খুলতে হয়। লিফট আসার আগে দরজা খুলে (ভেতরে ঢুকতে গিয়ে) খাদে একদম নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। ঢামেকের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি থেকে ওই ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় সহকর্মীরা হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে (ওসেক) নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সহকর্মীরা জানান, লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর