হোম > সারা দেশ > ঢাকা

জবি তরুণ লেখক ফোরামের সভাপতি রনি, সম্পাদক নুর 

জবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম. রনি ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আলম নুর। 

আজ শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

এম. রনি ইসলাম এর আগে সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আলম নুর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নব-নির্বাচিত সভাপতি এম. রনি ইসলাম বলেন, ‘২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে ফোরাম সম্পর্কে প্রথম জানা। পরবর্তীতে লেখালেখির মাধ্যমে এই সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়া এবং সময়ের সঙ্গে আবেগ-অনুভূতির উদ্রেক বেড়েই চলছে। গুরুত্বপূর্ণ এই সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটি এবং জবি শাখার সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং ফোরামের কার্যনির্বাহী কমিটি, সাধারণ সদস্যদের নিয়ে এক সাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম নুর বলেন, ‘সবার পরামর্শ এবং সহযোগিতায় সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে চাই। সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে এবং সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট হবো।’ 

এছাড়া একই দিন সংগঠনটির জবি শাখার সেরা লেখক এবং সংগঠকদের নাম ঘোষণা করা হয়। এতে শাখার সেরা লেখক নির্বাচিত হয়েছেন সৈয়দ রিফাত, এম. রনি ইসলাম এবং ফারিয়া ইয়াসমিন। শাখার সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন কবিতা রাণী মৃধা, আতিক মেসবাহ্ লগ্ন এবং আতিয়া ফাইরুজ ঐশী। 

এর আগে গত ২৩ জুন সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বর্ষসেরা শাখার নাম ঘোষণা করা হয়। এতে যুগ্মভাবে বর্ষসেরা শাখা নির্বাচিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এছাড়া সেরা সংগঠক নির্বাচিত হন একই শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমরান হুসাইন। 

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা