হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল ও দেওয়ান রুবেল। গ্রেপ্তারকৃত সোহেলের পরনে পুলিশের পোশাক ছিলেন। তিনি নিজেকে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত বলে জানিয়েছেন। অপরদিকে দেওয়ান রুবেল ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ছিলেন, তিনি নিজেকে ডিবি পুলিশের গাড়ি চালক বলে দাবি করেন। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর গুদারাঘাট এলাকায় খাজা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের স্টিকার সংবলিত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-১৮১০) জব্দ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ হালদার ও পলাশ হালদার নামের দুই সহোদর স্বর্ণ ব্যবসায়ী ১১টি স্বর্ণের বার নিয়ে রাজধানীর তাঁতিবাজার যাওয়ার সময় তাদেরকে কয়েকজন মিলে পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সংঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুজনকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের বার ছিনতাই কালে স্থানীয়রা পুলিশের পোশাক পরিহিত দুই ছিনতাইকারীকে আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ১১টি স্বর্ণেরবারসহ দুজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে। গ্রেপ্তারকৃতরা নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন