হোম > সারা দেশ > ঢাকা

সহপাঠীকে ধাক্কা, ৯ বাস আটকে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা কলেজের পাশের গলিতে বাহাদুর শাহ পরিবহনের ৯টি বাস। ছবি: সংগৃহীত

বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা কলেজের ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আতিক আহতের ঘটনার জেরে ওই পরিবহনের ৯টি বাস আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীরা একত্রিত হয়ে বাসগুলো আটক করে কলেজের পার্শ্ববর্তী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) গলিতে নিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার ধোলাইখাল এলাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ছ ১১-২৪২৭) শিক্ষার্থী আতিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে আতিক পায়ে ও শরীরে আঘাত পান। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বাসগুলো আটকে রাখেন।

তাঁদের অভিযোগ, বাহাদুর শাহ পরিবহনের বাসগুলোর ফিটনেস নেই। তা ছাড়া তাঁদের একজন সহপাঠী এই পরিবহনের একটি বাসের ধাক্বায় আহত হলেও কোনো ধরণের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

রাজু নামের একজন শিক্ষার্থী বলেন, ‘বাহাদুর শাহ পরিবহন বাসের অধিকাংশের ফিটনেস নেই। আমরা চাই কেউ যেন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি না চালায়। সড়কে কেউ বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে মৃত্যুর মুখে ফেলে না দেয়।’

এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা গাড়িগুলো আটকে রেখেছে। উভয়পক্ষ এখন মিটিং করে বিষয়টি সমাধান করবে।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন