হোম > সারা দেশ > ঢাকা

সহপাঠীকে ধাক্কা, ৯ বাস আটকে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা কলেজের পাশের গলিতে বাহাদুর শাহ পরিবহনের ৯টি বাস। ছবি: সংগৃহীত

বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা কলেজের ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আতিক আহতের ঘটনার জেরে ওই পরিবহনের ৯টি বাস আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীরা একত্রিত হয়ে বাসগুলো আটক করে কলেজের পার্শ্ববর্তী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) গলিতে নিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার ধোলাইখাল এলাকায় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ছ ১১-২৪২৭) শিক্ষার্থী আতিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে আতিক পায়ে ও শরীরে আঘাত পান। এই খবর ঢাকা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বাসগুলো আটকে রাখেন।

তাঁদের অভিযোগ, বাহাদুর শাহ পরিবহনের বাসগুলোর ফিটনেস নেই। তা ছাড়া তাঁদের একজন সহপাঠী এই পরিবহনের একটি বাসের ধাক্বায় আহত হলেও কোনো ধরণের ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

রাজু নামের একজন শিক্ষার্থী বলেন, ‘বাহাদুর শাহ পরিবহন বাসের অধিকাংশের ফিটনেস নেই। আমরা চাই কেউ যেন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি না চালায়। সড়কে কেউ বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে মৃত্যুর মুখে ফেলে না দেয়।’

এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা গাড়িগুলো আটকে রেখেছে। উভয়পক্ষ এখন মিটিং করে বিষয়টি সমাধান করবে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল