হোম > সারা দেশ > ঢাকা

ঘরে বসে দিনে ২ হাজার টাকা আয়ের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. সাইদুর রহমান (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল। 

তিনি বলেন, ‘নুসরাত কামাল নামে প্রতারণার শিকার এক নারী অভিযোগ করে জানান, গত ১০ ফেব্রুয়ারি সাবিনা আক্তার নামে একজন প্রতারক ভাইবার অ্যাপের মাধ্যমে তাকে ফোন করে ঘরে বসে অনলাইনে পার্টটাইম চাকরির লোভনের প্রস্তাব দেয়। এরপর তাঁর মোবাইলে এসএমএস আসে ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া এবং অ্যাকাউন্টে দুই হাজার টাকা পাঠানো হয়েছে। এই টাকা তুলতে প্রথমে সিকিউরিটি মানি ও ট্যাক্সের সার্ভিস চার্জ বাবদ ৩ হাজার টাকা দিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘চাকরির প্রস্তাবে রাজি হলে বিশ্বাস অর্জনের জন্য অনলাইনে কিছু কাজ করতে দেন। এরপর সার্ভিস চার্জ বাবদ প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে ৪ হাজার টাকা পাঠান। পরদিন প্রতারকেরা নুসরাতকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে এবং আরও বেশি টাকার কাজের জন্য সিকিউরিটি মানি বাবদ টাকা দিতে বলেন। “যত বেশি বিনিয়োগ-তত বেশি লাভ”এমন প্রস্তাবে তাদের বিকাশ নম্বরে এবং ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ ৬৫ হাজার ৭৬ টাকা পাঠায়। পরে প্রতারকেরা আরও টাকা চাইলে সন্দেহ হয়। এতে টাকা দিতে অস্বীকৃতি জানালে নুসরাতকে টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে দেয় তারা।’ 

এটিইউ কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, ‘তিনি এই ঘটনায় গেণ্ডারিয়া থানায় নুসরাত কামালের অভিযোগের পর এর সঙ্গে জড়িত সাইদুরকে শনাক্ত করে এটিইউ। এরপর মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন