হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে: আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আমান উল্লাহ আমান । ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগের মাথা পালিয়েছে কিন্তু লেজ এখনো দেশেই রয়ে গেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর জোর করে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। বলেছিলেন তিনি পালান না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। নেতাকর্মীদের দিকেও তাকাননি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা রয়ে গেছে। তারাই বিভিন্ন ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

নবিনবরণ অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন হজরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আল আমিন টুলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালিউল্লাহ সেলিম ও যুবদল নেতা আসিফ উজ্জ্বলসহ বিএনপি নেতাকর্মীরা।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন