হোম > সারা দেশ > গোপালগঞ্জ

প্রধানমন্ত্রীর মামা শেখ আহম্মেদ হোসেন মীর্জার ইন্তেকাল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ হোসেন মীর্জার (৬৭) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা। 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

বেশ কিছু দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন শেখ আহম্মেদ হোসেন মীর্জা। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক ছেলে সন্তার রেখে গেছেন।

টুঙ্গিপাড়ায় তিনি মীর্জা মামা নামেই সবার কাছে পরিচিত ছিলেন। বুধবার দুপুরে ঢাকা থেকে তাঁর মরদেহ টুঙ্গিপাড়ায় আনা হয়। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আশেপাশের জেলা থেকেও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে টুঙ্গিপাড়া শেখ বাড়ি পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। 

শেখ আহম্মেদ হোসেন মীর্জার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন