হোম > সারা দেশ > গোপালগঞ্জ

প্রধানমন্ত্রীর মামা শেখ আহম্মেদ হোসেন মীর্জার ইন্তেকাল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ হোসেন মীর্জার (৬৭) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামা। 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

বেশ কিছু দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন শেখ আহম্মেদ হোসেন মীর্জা। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক ছেলে সন্তার রেখে গেছেন।

টুঙ্গিপাড়ায় তিনি মীর্জা মামা নামেই সবার কাছে পরিচিত ছিলেন। বুধবার দুপুরে ঢাকা থেকে তাঁর মরদেহ টুঙ্গিপাড়ায় আনা হয়। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আশেপাশের জেলা থেকেও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে টুঙ্গিপাড়া শেখ বাড়ি পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। 

শেখ আহম্মেদ হোসেন মীর্জার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ