হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীতে চলন্ত বাসে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসক। পরে বাসের রাজধানীর গুলিস্তান থেকে বাসের স্টাফরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে বাসে করে ফেরার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই চিকিৎসক হলেন সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন (৫২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে তিনি সবুজবাগ বাসাবো এলাকায় থাকেন বলে জানিয়েছেন তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক।

তত্ত্বাবধায়ক সোনা মিয়া আজকের পত্রিকা'কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় নিয়মিত রোগী দেখতে যান। আজ রোগী দেখা শেষে ইফতারের পর দোয়েল পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে ওই বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাসের স্টাফরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে গুলিস্তান শেষ স্টপেজে বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, ওই চিকিৎসককে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালটির পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। পরে সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ওই চিকিৎসক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, ‘ওই চিকিৎসককে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

আরও খবর পড়ুন:

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে