হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীতে চলন্ত বাসে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারের এক চিকিৎসক। পরে বাসের রাজধানীর গুলিস্তান থেকে বাসের স্টাফরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে বাসে করে ফেরার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই চিকিৎসক হলেন সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন (৫২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে তিনি সবুজবাগ বাসাবো এলাকায় থাকেন বলে জানিয়েছেন তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক।

তত্ত্বাবধায়ক সোনা মিয়া আজকের পত্রিকা'কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় নিয়মিত রোগী দেখতে যান। আজ রোগী দেখা শেষে ইফতারের পর দোয়েল পরিবহনের একটি বাসে করে ঢাকায় ফিরছিলেন। পথে ওই বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। বাসের স্টাফরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে গুলিস্তান শেষ স্টপেজে বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, ওই চিকিৎসককে স্টোমাক ওয়াশ করানো হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালটির পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়। পরে সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ওই চিকিৎসক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, ‘ওই চিকিৎসককে সিসিইউতে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

আরও খবর পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট