হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ইউপি সদস্যসহ তিন লাশের কঙ্কাল চুরি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের কবরস্থানের ছয়টি খবর খোঁড়া পাওয়া গেছে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কবরস্থানের ছয়টি কবর খোঁড়া পাওয়া গেছে। এর মধ্যে তিনটি কবর থেকে সাবেক ইউপি সদস্যসহ তিন লাশের কঙ্কাল চুরি হয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লাশের কঙ্কাল চুরির ঘটনা ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফন করা ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী সকালে সেখানে ছুটে আসে।

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া বলেন, ‘লাশের কঙ্কাল চুরির কথা শুনে কবরস্থানে এসে দেখি ছয়টি কবর খোঁড়া রয়েছে। এর মধ্যে স্থানীয় সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, চিত্রাপাড়া গ্রামের বায়েজিদ হোসেন ও চাঁদ মিয়ার লাশের কঙ্কাল পাওয়া যায়নি। অন্য তিনটি কবর থেকে কিছু হাড় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

কান্নাজড়িত কণ্ঠে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর মেয়ে সালমা খানম বলেন, ‘আমার বাবা ১০ মাস আগে বার্ধক্যজনিত কারণে মারা যান। মারা যাওয়ার পরে আমরা চিত্রাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করি। তিনি একজন ইউপি সদস্য ছিলেন। জীবনে তিনি কারও ক্ষতি করেননি। আজ সকালে খবর পাই, কবরস্থান থেকে আমার বাবার লাশের কঙ্কাল চুরি হয়েছে। তাৎক্ষণিক কবরস্থানে ছুটে এসে আমরা দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল-দাড়ি পড়ে আছে। কঙ্কালগুলো চোরেরা নিয়ে গেছে।’

কবর খোঁড়ার পর পাশে কাফনের কাপড় ফেলে রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

চিত্রাপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম আবুল মুনসুর মুন্সী (মুনজু) বলেন, ‘এ ঘটনা খুবই দুঃখজনক। এর আগে এই কবরস্থানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট