হোম > সারা দেশ > ঢাকা

মালিক-শ্রমিক সবার কথা শুনতে হবে, শিল্প পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিক ও শ্রমিক সবার কথা শোনার জন্য শিল্প পুলিশকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলছেন, ‘সঠিক সময়ে অসন্তোষ সামাল দিতে না পারাই শ্রমিক অসন্তোষের কারণ। তাই আগে থেকে সজাগ থাকলে সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’

আজ বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে শিল্প পুলিশের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উঠে এসেছে এসব বক্তব্য।

শিল্প পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে। এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্প খাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনো ভালো অবস্থানে আছে। যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না।’

মন্ত্রী বলেন, ‘একটা সময় ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছি। মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না তখন বিক্ষোভ, ভাঙচুর, জ্বালাও পোড়াও হতো। কিন্তু এখন সে অবস্থা বদলেছে।’

শিল্প পুলিশ শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা, দেনা পাওনা নিশ্চিতে কাজ করছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিল্প খাতে শ্রমিকদের দ্বারা কী হতে পারে, মালিকেরা কী করেন, পুলিশ সেটা জানে। পুলিশ শ্রমিকদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ে মালিকপক্ষে সঙ্গে যোগাযোগ রাখে।’ এ সময় শিল্প পুলিশকে মালিক-শ্রমিকদের সবার সমস্যা শোনার জন্য নির্দেশনা দেন আসাদুজ্জামান খান।

ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করার ইচ্ছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কয়েকজন কর্মকর্তা রেখে শিল্পকারখানার শৃঙ্খলায় নজরদারি রাখার ব্যবস্থা করা হবে।’ ১২ বছরে শিল্প পুলিশ যে সুনাম অর্জন করেছে তার ধারাবাহিকতা রক্ষায় শিল্প খাতের নিরাপত্তায় সজাগ থাকতে শিল্প পুলিশকে আহ্বান জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমান বলেন, ‘কখন, কোথায়, কী ঘটতে পারে সেটা বিবেচনায় নিয়ে প্রোঅ্যাকটিভলি (সক্রিয়) কাজ করছে শিল্প পুলিশ। তাই শ্রমিকরাও এখন শিল্প পুলিশের প্রশংসা করেন।’

নিজে মালিক হিসেবে শ্রমিকদের সঙ্গে সম্পর্ক খুব ভালো দাবি করে এ উদ্যোক্তা বলেন, ‘আসলে শ্রমিক ও মালিকদের মধ্যে সম্পর্কোন্নয়নে দরকার দক্ষ ব্যবস্থাপনা। শ্রমিক অসন্তোষের কারণ সঠিক সময়ে অসন্তোষ হ্যান্ডেল করতে না পারা।’

তবে সমস্যা এক জায়গায় আছে, আগেও ছিল, এখনো আছে উল্লেখ করে বেক্সিমকো গ্রুপের কর্ণধার বলেন, ‘বাইরে থেকে যখন কেউ শ্রমিকদের প্রভাবিত করে, তখন সমস্যা তৈরি হয়। শ্রমিকদের সঙ্গে নিজস্ব যোগাযোগ রক্ষা করে সম্পর্কোন্নয়ন করা দরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেকে সুযোগ নিতে পারে। সেদিকে পুলিশকে খেয়াল রাখার আহ্বান জানান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আমরা খুবই চ্যালেঞ্জিং সময়ের মধ্যে আছি।’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘গত এক যুগে বৈশ্বিক পরিস্থিতি সামলে এগিয়ে গেছে দেশের শিল্প খাত। শিল্প খাতের উন্নতি ও রপ্তানি আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে শিল্প পুলিশের। শিল্প খাতে শ্রমিক অসন্তোষ, শ্রমিকদের অধিকার রক্ষা এ শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা রক্ষায় নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে শিল্প পুলিশ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, বিশ্বের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টিই বাংলাদেশের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। আমরা ইনশা আল্লাহ সবার সহযোগিতায় শিল্প খাতকে আরও এগিয়ে নিতে পারব। রপ্তানি ধরে রাখতে হবে। সরকার যেভাবে কাজ করছে তাতে আমরা আশান্বিত। যুদ্ধ বৈশ্বিক সমস্যা, এটার প্রভাব সব দেশেই পড়েছে।’

বাংলাদেশের শিল্প খাতের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে আহ্বান জানান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও অনেকে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন